আবাহনীর ড্রয়ে হাসি বসুন্ধরা কিংসের
পেছনে থাকা আবাহনীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে বৃহস্পতিবার পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল বসুন্ধরা কিংস। নিজেরা জিতেছে এবং আবাহনী ড্র করেছে- এক দিনেই ডাবল হাসি বসুন্ধরা কিংসের। পেছনে থাকা আবাহনীর চেয়ে এখন তারা এগিয়ে ৬ পয়েন্টের ব্যবধানে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-১ গোলে জিতেছে এবং সিলেটে আবাহনী ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে।
বসুন্ধরা কিংসের জোড়া গোল করেছেন তাদের নতুন ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েইরা। তিনি ১২ ও ৩০ মিনিটে গোল দুটি করেছেন। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছেন পুলিশের ড্যানিলো।
১৫ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩২। মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করে আবাহনী শিরোপা দৌড় থেকে কিছুটা দুরে চলে গেলো।
অন্যদিকে পুলিশ হেরে ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে এবং শেখ রাসেল সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।
আবাহনী মেহেদী হাসান রয়েলের গোলে এগিয়ে গিয়েছিল ৩৪ মিনিটে। কিন্তু দুর্ভাগ্য আকাশী-নীলদের, তারা ইনজুরি সময়ে ৫ মিনিটে গোল খেয়ে দুই পয়েন্ট হাতছাড়া করেছে। রাসেলের গোল করেছেন দীপক রায়।
আরআই/আইএইচএস/