গোপালগঞ্জে রাসেলকে চমকে দিলো উত্তর বারিধারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগটা ভালো যাচ্ছে না শেখ রাসেল ক্রীড়া চক্রের। লিগের প্রথম পর্বেই হারতে হারতে তারা ছিটকে পড়ছে শিরোপার দৌড় থেকে।
রোববার সর্বশেষ তারা হেরেছে অপেক্ষাকৃত দুর্বল উত্তর বারিধারা ক্লাবের কাছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বারিধারা ২ গোলে পিছিয়ে থেকেও শেখ রাসেলকে ৩-২ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেখ রাসেল ক্রীড়া চক্রের এটি টানা চতুর্থ হার। পরাজয়ের ডাবল হ্যাটট্রিকের পথে সাবেক চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে ৭ ম্যাচ শেষে রাসেল পড়ে আছে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে। এই ম্যাচ জিতে রাসেলকে টপকে অষ্টম স্থানে উঠে গেলো উত্তর বারিধারা ক্লাব।
৭ মিনিটে কিরগিজস্তানের ডিফেন্ডার আইমার আকমাতভের গোলে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। চার মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন গিনির ফরোয়ার্ড ইসমায়েল রুতি। ৩৮ মিনিট পর্যন্ত গোল দুটি ধরে রেখে জয়ের পথেই হাটছিল সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু পরের দুই মিনিটে বারিধারার ঝড়ে বিপর্যন্ত রাসেল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৩৯ ও ৪০ মিনিটে উজবেকিস্তানের ডিফেন্ডার ফজিলভ ও স্থানীয় সুজন বিশ্বাস গোল করে ম্যাচে ফেরান বারিধারাকে। ইনজুরি সময়ে গোল করে রাসেলের বিরুদ্ধে বারিধারার নাটকীয় জয় এনে দেন সমতায় ফেরানো সুজন বিশ্বাস।
আরআই/আইএইচএস
বিজ্ঞাপন