ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টুর্নামেন্ট নয়, অনূর্ধ্ব-১৮ লিগ হচ্ছে এবার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২২

পেশাদার লিগের ক্লাবগুলোর যুব দলও থাকতে হবে এবং সেই যুব দল নিয়ে লিগও হতে হবে-এএফসি থেকে এমন নির্দেশনা থাকলেও বাফুফে তা পুরোপুরি কার্যকর করতে পারছিল না ক্লাবগুলোর অনীহার কারণে। ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ দল নিয়ে বাফুফে আয়োজন করেছিল টুর্নামেন্ট, তাতে আসল উদ্দেশ্য হাসিল হচ্ছে না বলেই মনে করে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

যে কারণে, আর টুর্নামেন্ট আয়োজনের দিকে হাঁটছে না বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। তারা এবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ দল নিয়ে লিগ আয়োজনেরই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে কবে নাগাদ লিগ শুরু হবে সে সিদ্ধান্ত এ সভায় নিতে পারেনি কমিটি। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির পরবর্র্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা।

আরআই/আইএইচএস/