ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে মোহামেডান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০২ জানুয়ারি ২০২২

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ভালো যায়নি মোহামেডানের। স্বাধীনতা কাপে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকেই। তবে দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে সমর্থকদের আশার বাতি জ্বালিয়ে রেখেছে শন লিনের দলটি। উঠে গেছে শেষ চারে।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারফাইনালে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

চট্টগ্রাম আবাহনীর দুর্ভাগ্য, তারা প্রথমে পিছিয়ে গিয়েছিল আত্মঘাতি গোলে। ৫৫ মিনিটে আরাফাত নিজেদের জালে বল পাঠালে এগিয়ে যায় মোহামেডান। ৭৪ মিনিটে ইমন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাইজেরিয়ান এবিমবওয়ে গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফিরে আসার মতো সুযোগ আর পায়নি চট্টগ্রাম আবাহনী। ১-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় মারুফুল হকের দল।

আরআই/আইএইচএস/