ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শোকজের জবাব দিতে সময় চেয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সহ-সভাপতি হয়ে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিডিয়ায় কথা বলায় কারণ দর্শানোর চিঠি দেয়া হয়েছিল বসুন্ধরা কিংসের সভাপতি মো. ইমরুল হাসানকে।

২৫ ডিসেম্বর প্রেরণ করা সেই শোকজ চিঠিতে জবাব দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি বাফুফে। পরে আরেকটি চিঠি দিয়ে ইমরুল হাসানকে ২৯ ডিসেম্বরের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছিল।

তবে ইমরুল হাসান বেঁধে দেয়া সময়ের মধ্যে শোকজের জবাব না দিয়ে এক সপ্তাহ সময় চেয়েছেন বাফুফের কাছে। নতুন সময় অনুযায়ী ৫ জানুয়ারির মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে।

উল্লেখ্য, চলমান ফেডারেশন কাপ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতে ইমরুল হাসান অভিযোগ করেছিলেন, বাফুফে বিশেষ একটি ক্লাবকে সুবিধা দিতেই বারবার নিয়ম পরিবর্তন করছে।

চলমান ফেডারেশন কাপ থেকে নামও প্রত্যাহার করেছে বসুন্ধরা কিংসহ তিনটি দল। বইলজ লঙ্ঘনের কারণে ওই তিন ক্লাব বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাবকে ফেডারেশন কাপের পরবর্তী আসরে নিষিদ্ধ করেছে বাফুফে।

আরআই/আইএইচএস/