পরিবারের কেউ মাংস খায় না, তাই নেবেন না করোনা টিকা
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কার্যকরী ভূমিকাই রাখছে করোনা টিকা। তবে আবিষ্কারের পর থেকেই নানান অজুহাত ও কারণ দেখিয়ে টিকা না নিতে চাওয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এমনকি এর বিরুদ্ধে অনেক গুজবও রটানোর চেষ্টা করেছে নানান মহল।
তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলার করোনা টিকা না নিতে যেই কারণ দেখিয়েছেন, তা নিশ্চিতভাবেই বিশ্বে বিরল। পরিবারের সবাই নিরামিষভোজী হওয়ার কারণ দেখিয়ে করোনা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিমিয়ার লিগের এক ফুটবলার। খবর ডেইলি মেইল ইউকে।
এরই মধ্যে নিজের ক্লাবের মেডিকেল টিমকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন সেই ফুটবলার। মূলত পরিবারের বিশ্বাসের কারণেই করোনা টিকা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি। তবে সেই ফুটবলার কে অথবা কোন ক্লাবে খেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি ডেইলি মেইলের প্রতিবেদনে।
যুক্তরাজ্যে করোনা টিকার কার্যকরিতা পরীক্ষার জন্য আগে পশু শরীরে সেই টিকা দেওয়া হয়ে থাকে। যেহেতু কোনো প্রাণীর মাংস খান না নিরামিষভোজীরা, তাই পশুর শরীরে টিকা দিয়ে পরীক্ষা করার বিষয়টিতে সমর্থন নেই তাদের। এ কারণেই অনেক নিরামিষভোজী করোনা টিকা নিচ্ছেন না।
অবশ্য মাংস না খাওয়ার কারণ দেখিয়ে টিকে না নিতে চাওয়াই শুধু একমাত্র অদ্ভুত কারণ নয়। অনেক ক্লাবের খেলোয়াড়রা টিকা নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রজনন ক্ষমতার ওপর প্রভাব পড়া নিয়ে চিন্তার কথাও জানিয়েছেন। যা নিয়ে রীতিমতো হতাশ ক্লাবের চিকিৎসকরা।
প্রিমিয়ার লিগের ফুটবলারদের প্রতি চারজনের মধ্যে একজন করোনা টিকা নিতে আগ্রহী নয়। গত অক্টোবরের তথ্য অনুযায়ী মাত্র ৬৮ শতাংশ খেলোয়াড় করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। এখন ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের বুস্টার ডোজ নেওয়ার প্রস্তাব দিচ্ছে। কিন্তু এ বিষয়ে জোর করার কোনো সুযোগ নেই।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব বেশ ভালোভাবেই পড়তে শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এরই মধ্যে লিগের খেলোয়াড়সহ অন্তত ৫০-৬০ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। যে কারণে স্থগিত করা হচ্ছে একের পর এক ম্যাচ।
এসএএস/এএসএম