ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সালাহর গোলে ম্লান জেরার্ডের ফেরা, কষ্টে জিতলো চেলসি-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

স্টিভেন জেরার্ডের এই ফেরাটা একটু ভিন্নরকমই। নিজের ঘরের মাঠ বলা হয় অ্যানফিল্ডকে। অথচ, ঘরের মাঠেই তিনি ফিরলেন শত্রু হয়ে। অ্যাস্টন ভিলার কোচ হিসেবে। তবে জেরার্ডের এই স্মরণীয় ফেরাকে ম্লান করে দিলেন মোহাম্মদ সালাহ। তার পেনাল্টিতে ম্লান হয়ে গেলো অ্যানফিল্ডে জেরার্ডের ফেরা।

সালাহর গোলে অ্যাস্টন ভিলাকে ১-০ ব্যবধানে হারাল লিভারপুল। অ্যানফিল্ডে ফুটবলার হিসেবে ১৭ বছর কাটিয়ে ২০১৫ সালে ক্লাব ছাড়ার পর এই ম্যাচ দিয়ে প্রথমবার কোচ হিসেবে (প্রতিপক্ষের) অ্যানফিল্ডে পা রেখেছিলেন স্টিভেন জেরার্ড। বিরোধী পক্ষের কোচ হিসেবে তাকে অবশ্য ব্যর্থতা সঙ্গী করেই মাঠ ছাড়তে হল।

আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল লিভারপুলের। বিরতির আগে ভালো সুযোগ পান সালাহ। কাছ থেকে তার নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন অ্যাস্টন ভিলার আর্জেন্তাইন গোলরক্ষক মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে করা গোলে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। অ্যাস্টন ভিলার ডি-বক্সে সালাহ স্বয়ং ফাউলের শিকার হলে দল পেনাল্টি পায়। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরারের গোলসংখ্যা আপাতত ১৬ ম্যাচে ১৪টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ২২ ম্যাচে ২১টি।

Mancity

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারাল আর্সেনাল। প্রথমার্ধে সাত মিনিটের মধ্যে লাকাজেত ও মার্টিন ওডেগারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। বিরতির পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্টিনেলি। ফলে ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়।

আপাতত লিগের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ১১ এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে চেলসি। ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে আর্সেনাল। ম্যানসিটি ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

শনিবার রাতে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে লিডস ইউনাইটেডের বিপক্ষে শ্বাসরূদ্ধকর ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পায় চেলসি। মূলতঃ শেষ মুহূর্তে পেনাল্টি দিয়েই নাটকীয়ভাবে জয়ে পেয়েছে চেলসি।

ম্যাচে ২৮তম মিনিটে রাফিনহার পেনাল্টি গোলে পিছিয়ে যায় চেলসি। বিরতির আগে মার্কো আলোনসোর ক্রসে কাছ থেকে শটে গোল করে সমতা ফেরান ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে ২-১ গোলে এগিয়ে নেন জর্জিনহো । আন্তোনিও রুডিগারকে লিডসের ডি-বক্সে ফাউল করার ফলে পেনাল্টি পায় টুখেলের ছেলেরা।

Chelsea

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে আবারও ম্যাচে সমতা ফেরায় লিডস। গোল খেয়ে চাপে পড়ে যায় চেলসি। বদলি হিসেবে নেমে ম্যাচে নিজের প্রথম টাচেই গোল করেন লিডসের ১৯ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জো গেলহার্ড।

ম্যাচের একেবারে শেষে, যোগ করা সময়ে লিডসের ডি-বক্সে রুডিগারকে বাজেভাবে ফাউল করা হলে পেনাল্টি পায় চেলসি। সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোল করেন চেলসিকে এক শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

আইএইচএস/