ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরেকটি ব্যালন জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না: মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ এএম, ৩০ নভেম্বর ২০২১

নতুন উচ্চতায় উঠে গেলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ছয়টি ব্যালন ডি অর নিয়ে আগেই সবার ওপরে ছিলেন তিনি। সোমবার রাতে সপ্তমবারের মতো এ পুরস্কার জিতে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে তুলে দেওয়া হয়েছে সপ্তম ব্যালন ডি অর শিরোপা। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনও তেমন উচ্চবাচ্য করতে দেখা যায় না মেসিকে।

তবে এবার সপ্তম ব্যালন জেতার পর নিজের আনন্দ লুকিয়ে রাখতে পারছেন না চলতি মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমানো এ তারকা ফুটবলার। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এক বিশদ বার্তা।

বরাবরের মতো স্বল্পভাষী মেসি মূলত ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকা সবাইকে। এর সঙ্গে নিজের আনন্দের কথাও বলেছেন মেসি। স্প্যানিশ ভাষায় তার দেওয়া বার্তাটি অনুবাদ করে দেওয়া হলো জাগো নিউজের পাঠকদের জন্য-

‘যদিও আমি সবসময় দলীয় সাফল্যকে এগিয়ে রাখি, তবু আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

‘আমি এটি উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মীদের। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ উৎসর্গ করছি দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’

‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন, খেয়াল রেখেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সাহায্য করেছে।’

‘আপনাদের সবাইকে ছাড়া এটি কোনোদিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’

এসএএস/জিকেএস