শুরু হলো স্বাধীনতা কাপ, প্রথম ম্যাচে সহজ জয় শেখ জামালের
শুরু হলো বাংলাদেশের ফুটবল মৌসুম। প্রথমেই স্বাধীনতা কাপ। প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নিলো শিরোপার অন্যতম দাবিদার শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে শনিবার বাংলাদেশ বিমানবাহিনীকে ৩-০ গোলে হারিয়েছে ধানমন্ডির ক্লাবটি।
প্রথমার্ধেই জামালকে এগিয়ে দেন ভালিজনোভ ওতাবেক। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সলোমন কিং ও সোহানুর রহমান।
শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে শেখ জামাল। যার ফলশ্রুতিতে ম্যাচের ১৬তম মিনিটেই গোল আদায় করে নেয় তারা। ডি বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের বাঁকানো শট দূর পাল্লার শটে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তান ফরোয়ার্ড ভালিজনোভ ওতাবেক।
দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই আরও দুই গোল করে তারা। মাত্র তিন মিনিটের ব্যবধানে এই দুই গোলে সহজ জয় নিশ্চিত করে নেয় শেখ জামাল। ম্যাচের ৫২তম মিনিটে নিজেদের ডিফেন্সের সামনে থেকে রাহবার খানের বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে সলোমনের উদ্দেশ্যে কাট ব্যাক করেন ওতাবেক। বক্সের মধ্যে বল পেয়ে দারুণ এক প্লেসিং করে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড।
এর তিন মিনি পরই, অর্থ্যাৎ ম্যাচের ৫৫তম মিনিটে রাহাবারের পাস ধরে প্রায় এককভাবে বক্সের মধ্যে গিয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন সোহানুর রহমান।
৫৮ মিনিটে ওতাবেকের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন বিমান বাহিনী গোলরক্ষক মঞ্জু মিয়া। ছয় মিনিট পর ওতাবেকের ফ্রি কিক গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি।
‘বি’ গ্রুপের অন্য ম্যাচে মান্নাফ রাব্বীর একমাত্র গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজের প্রথম ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট তুলে নেওয়ায় কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে শেখ জামাল ও শেখ রাসেল।
আরআই/আইএইচএস/