ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কুমিল্লা থেকে ফিরিয়ে কমলাপুরে নজর বাফুফের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০১ নভেম্বর ২০২১

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপ কোথায় করবে বাফুফে- তা এখনও ঠিক হয়নি। আগামী ২৭ নভেম্বর থেকে স্বাধীনতা কাপ শুরুর চিন্তাভাবনা করছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।

ঢাকার বাইরে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রধান পছন্দ ছিল বাফুফের। কিন্তু এখন আবার তারা কুমিল্লা থেকে নজর ফিরিয়ে ঢাকার কথা ভাবছে।

ঢাকা মানেই এখন বাফুফের একমাত্র সম্বল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। টার্ফের এই মাঠে ক্লাবগুলোর খেলতে অনীহা বলেই বাফুফে ঢাকার বাইরে স্বাধীনতা কাপ করার কথা ভেবেছিল।

আবার ঢাকার বাইরে খেলা মানেই বাড়তি ঝক্কি-ঝামেলা, বাড়তি খরচ। যে কারণে বাফুফে এখন চাইছে ক্লাবগুলোকে রাজি করিয়ে কমলাপুর স্বাধীনতা কাপ আয়োজন করতে।

কমলাপুরে স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে ক্লাবগুলোকে চিঠি দিয়ে মতামত জানাতে বলেছে বাফুফে। বুধবারের মধ্যে ক্লাবগুলো তাদের মতামত জানাবে। তারপর সভা করে স্বাধীনতা কাপের ভেন্যু চূড়ান্ত করবে লিগ কমিটি। যদি ক্লাবগুলো রাজি হয় তাহলে কমলাপুরের টার্ফেই হবে এবারের স্বাধীনতা কাপ ফুটবল।

মোহামেডান স্পোর্টিং ক্লাব এরই মধ্যে কমলাপুরের বিষয়ে মতামত জানিয়ে দিয়েছে বাফুফেকে। ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স জাগো নিউজকে বলেছেন, ‘এর আগে কমলাপুরের টার্ফে খেলে আমাদের জাপানি ফুটবলারসহ কয়েকজন ইনজুরড হয়েছিলেন। তাই আমরা বাফুফেকে জানিয়েছি কমলাপুরে স্বাধনীতা কাপ আয়োজন না করতে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের সঙ্গে আরও চার দল যোগ করে এবারের স্বাধীনতা কাপ ফুটবল আয়োজনের পরিকল্পনা বাফুফের। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বাফুফে তাদের অ্যাফিলিয়েটেড পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমন্ত্রণ জানাবে স্বাধীনতা কাপ খেলতে। চারের বেশি দল খেলার সম্মতি দিলে বাছাইয়ের মাধ্যমে চারটিকে নেবে বাফুফে।

আরআই/এসএএস/জিকেএস