নিজের স্ত্রীকেও ফুটবলার মনে করেন গার্দিওলা!
দিনরাত ২৪ ঘণ্টা ফুটবল নিয়েই ভাবেন পেপ গার্দিওলা, এমন মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার দানিলো। তার মতে, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকেও ফুটবলার মনে করেন ম্যান সিটির কোচ।
গার্দিওলার অধীনে ম্যান সিটিতে খেলে দুইটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন দানিলো। বর্তমানে তিনি রয়েছেন জুভেন্টাসে। এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারের কোচদের সম্পর্কে মূল্যায়ন জানিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
জিনেদিন জিদান, ম্যাসিমিলানো অ্যালেগ্রির মতো কোচদের অধীনের সাফল্যের সঙ্গেই খেলেছেন ৩০ বছর বয়সী দানিলো। কিন্তু গার্দিওলার অধীনে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছে তাকে।
দৈনিক ল্য রিপাবলিকায় দানিলো বলেছেন, ‘আমি সৌভাগ্যবান। যাদের অধীনে খেলেছি তারা সবাই জাত উইনার। আমি প্রত্যেকের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।’
গার্দিওলার সঙ্গে খেলার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গার্দিওলার সঙ্গে খেলার সময় আমি সবকিছুর প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি। ইনজুরির কারণে আমি খুব বেশি খেলতে পারিনি। এটা সত্যি যে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা সহজ নয়।’
এর পেছনে কারণ ব্যাখ্যা করে দানিলো বলেছেন, ‘গার্দিওলা কখনও বিরতি নেয় না। সে সবসময় ফুটবলের কথা চিন্তা করে। আমার মনে হয়, বাড়িতে সন্ধ্যাবেলা সে তার স্ত্রীকেও ফুটবলার মনে করে।’
ম্যানচেস্টার সিটির জার্সিতে দুই বছর খেলেছেন দানিলো। প্রথম মৌসুমে ২৩টি ম্যাচ খেলেছেন তিনি। পরে দ্বিতীয় মৌসুমে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
এসএএস/এএসএম