বিলুপ্ত হলো তৃতীয় বিভাগ ফুটবল লিগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘরোয়া লিগ থেকে বাদ দিয়েছে তৃতীয় বিভাগ। বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভা বিলুপ্ত করেছে খেলোয়াড় তৈরির অন্যতম এই লিগ।
বাফুফের ব্যাখ্যা, লিগগুলোর ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার করার উদ্দেশ্যেই এই তৃতীয় বিভাগ বাতিল করা হয়েছে। কারণ প্রতিটি লিগ মানেই আলাদা ব্যবস্থানা থাকে, আলাদা মাঠ লাগে।
সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগ আছে। এর মধ্যে তৃতীয় বিভাগ আর হবে না। তাই বলে তৃতীয় বিভাগের দলগুলো বাদ দেয়া হচ্ছে না। তাদের শক্তি সামর্থ্য বিচার করে প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ দেয়া হবে।’
মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান জাগো নিউজকে জানিয়েছেন, ‘তৃতীয় বিভাগ লিগ বিলুপ্তের পর ওই ক্লাবগুলোকে কিভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলানো হবে তা নিয়ে আমরা কাজ করবো। ক্লাবের শক্তি অনুযায়ী আমরা কিছু দলকে প্রথম বিভাগে ও কিছু দলকে দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ দেবো।’
বিলুপ্ত হওয়া তৃতীয় বিভাগে দল ছিল ১৫টি। নতুন কাঠামোয় প্রথম বিভাগ হবে ১৮ দল নিয়ে। দ্বিতীয় বিভাগে দল থাকবে ৩০টি।
আরআই/এমএমআর/জেআইএম