পর্তুগাল মানে শুধু রোনালদো নয় : কোচ
হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন দলের মতোই ইউরো কাপের সূচনা করেছে পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই বলে পর্তুগাল মানে শুধু রোনালদোই নয় বলে মনে করিয়ে দিয়েছেন দলটির কোচ ফার্নান্দো সান্তোস।
বড় জয়ে যাত্রা শুরুর পর এবার দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। এ ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের নকআউট পর্বের টিকিট।
প্রতিপক্ষ বিবেচনায় ম্যাচটি মোটেও সহজ নয়। তাই মাঠের লড়াইয়ে নামার আগে নিজের শিষ্যদের উজ্জীবিত করতে সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ বলেছেন, ‘পর্তুগাল একটা দল, শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো নয়। এই দলকে নিয়ে গর্বিত পর্তুগাল। সবাইকে অনুপ্রাণিত রাখতে হয় আমাকে, এমনকি যারা বেঞ্চে আছে তাদেরও।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ০-১ গোলে হেরে গেছে জার্মানি। ম্যাট হামেলসের করা আত্মঘাতী গোলে কপাল পুড়েছে তাদের। জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে সেই ম্যাচটি ভালোভাবে বিশ্লেষণ করে ফেলেছেন বলে জানালেন ফার্নান্দো সান্তোস। যাতে করে নিজেদের ম্যাচের জন্য পরিকল্পনা সাজাতে পারেন।
সান্তোসের ভাষ্য, ‘(জার্মানির বিপক্ষে) দ্বিতীয়ার্ধে অনেকটাই ছাড়া ছাড়া অবস্থায় খেলেছে ফ্রেঞ্চরা। তারা লং বল খেলেছে বেশি এবং বেশ ভালোও করেছে। হয়তো কিছু কিছু সময়ে আমরাও এটা চেষ্টা করতে পারি। তবে এটা নিশ্চিত করতে হবে যেনো বল আমাদের পায়ে থাকে।’
এ ম্যাচটিতে বলের দখলের দিকে বিশেষ নজর পর্তুগালের কোচের। তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের পায়ে বল রাখতে হবে। আক্রমণভাগে যেতে হবে বারবার। তবে যখন জার্মানির পায়ে বল থাকবে, তখন সতর্কতা অবলম্বন করতে হবে। তারা বল পায়ে অনেক ভয়ঙ্কর হতে পারে।’
এসএএস/এমএস