ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ ঘিরে বাংলাদেশ দলে বিভক্তি!
ইউরো কাপে রাতে মুখোমুখি হচ্ছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচ ঘিরে বিভক্তি তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় দলে। অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী, তারিক কাজী ফিনল্যান্ডের। দুই প্রবাসী ফুটবলার কিছু সময়ের জন্য হয়ে যাচ্ছেন একে অপরের প্রতিপক্ষ।
দোহা থেকে তারিক কাজী জাগো নিউজকে বলেছেন, ‘এই ম্যাচে আমি অবশ্যই ফিনল্যান্ডকে ফেবারিট ভাবছি। জামাল অবশ্যই ডেনমার্ককে সমর্থন করবে। ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করছি।’
অধিনায়ক আর আপনার দলের লড়াই। ম্যাচ নিয়ে কি জামালের সঙ্গে কোনো কোনো আলোচনা হয়েছে? ‘না। তেমন কিছু না। ম্যাচ হবে এটাই’-বলছিলেন এই ডিফেন্ডার।
বাংলাদেশ দলের অন্যরা এই ম্যাচে কে কার দলকে সাপোর্ট করবে? হাসি দিয়ে জামাল, ‘না না। এ ম্যাচ নিয়ে এভাবে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি।’
ফিনল্যান্ডের যে দলটি এখন ইউরো খেলছে সেখানে কি কোনো খেলোয়াড় আপনার পরিচিত? তারিক কাজীর উত্তর, ‘কেবল পরিচিত নন, একসঙ্গে খেলেছি এমন তিনজন আছেন এই দলে। আমি যখন ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলে তখন মিডফিল্ডার অন্নি ভালাকারি ছিলেন অনূর্ধ্ব-১৯ দলে। সে আমার এক বছরের বড়। আমরা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলেছি। অন্য দুইজন রবার্ট ইভানভ ও লাচি লাপ্পালাইনের বিপক্ষে আমি ডমেস্টিক ফুটবলে খেলেছি।’
জামাল ভূঁইয়া অবশ্য ডেনমার্ককেই ‘হট ফেবারিট’ মনে করছেন এই ম্যাচে। তিনি দোহা থেকে জানিয়েছেন, ‘আমার বাজি অবশ্যই ডেনমার্ক। ফিনল্যাল্ডের বিপক্ষে ডেনমার্ক জিতবে ২-০ গোলে।’
জামাল ও তারিক কাজী ম্যাচটি দেখতে মুখিয়ে থাকলেও তাদের ভরসা মোবাইলের ওপর। কারণ, দোহার হোটেলের টিভিতে যে ইউরো কাপের খেলা দেখার সুযোগ নেই!
বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে অবশ্য হোটেল কর্তৃপক্ষকে বলেছে, টিভিতে যাতে খেলা দেখা যায় সে ব্যবস্থা করতে। দোহা থেকে দলের মিডিয়া ম্যানেজার হাসান মাহমুদ জানিয়েছেন, ‘আমরা হোটেল কর্তৃপক্ষকে বলেছি টিভিতে যাতে খেলা দেখতে পারেন ফুটবলাররা, সে ব্যবস্থা করতে। তারা চেষ্টা করবে বলে জানিয়েছে।’
আরআই/আইএইচএস/এমএমআর/এমকেএইচ