ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুপার লিগের বিষয়ে ‘সাবধানী’ অবস্থানে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৩ এপ্রিল ২০২১

অনেক সাড়াশব্দ করে দৃশ্যপটে এসেছিল ইউরোপিয়ান সুপার লিগ। কিন্তু এখন এর অবস্থা হয়েছে চুপসে যাওয়া বেলুনের মতো। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে সুপার লিগের ঘোষণা দেয়া হলেও, তা এখন আর সহসাই হচ্ছে না।

তবে এই টুর্নামেন্টের সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, সার্বিক দিক বিবেচনায় এই টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে। তাই এ সুপার লিগ আয়োজনের পরিকল্পনা এখনও চলমান রয়েছে বলে জানালেন লাপোর্তা।

অবশ্য বার্সেলোনা এই টুর্নামেন্ট খেলবে কি না, তা নির্ভর করছে ক্লাবের সহযোগী সদস্যের ভোটের ওপর। সুপার লিগে অংশ নেয়ার বিষয়ে সহযোগী সদস্যদের নিয়ে ভোটের আয়োজন করবে বার্সেলোনা। সেখানে সিংহভাগ ভোট যেখানে পড়বে, সেই সিদ্ধান্তই নেবে ক্লাবটি।

এর আগে সুপার লিগের ব্যাপারে সাবধানী অবস্থানে থাকার কথা জানিয়ে লাপোর্তা বলেছেন, ‘এখন আমাদের অবস্থান সাবধানী। এটার (সুপার লিগ) প্রয়োজন আছে, তবে সহযোগীদের কথাই চূড়ান্ত। আয়ের ক্ষেত্রে বড় ক্লাবগুলো অনেক অবদান রাখে এবং অবশ্যই অর্থ বন্টনে আমাদের মত থাকতে হবে।’

স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘খেলাধুলার মানের ভিত্তিতে এটা অবশ্যই আকর্ষণীয় টুর্নামেন্ট হতে হবে। আমরা ঘরোয়া লিগগুলোর পক্ষে এবং উয়েফার সঙ্গে একটি মুক্ত আলোচনার জন্য প্রস্তুত। এটাকে দারুণ একটি টুর্নামেন্ট করে তুলতে আরও দল চাই। আমি মনে করি, আলোচনার মধ্যমে সমস্যার সমাধান সম্ভব।’

আপাতত স্থগিত করা হলেও, সুপার লিগ আয়োজনের পরিকল্পনা জানালেন লাপোর্তা। তার ভাষ্য, ‘কিছু ক্লাবের ওপর চাপ আছে, কিন্তু প্রকল্পটি এখনও চলমান। আমরা (বড় ক্লাব) খুব গুরুত্বপূর্ণ বিনিয়োগ করি, অনেক বেশি বেতন দেই, বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে।’

এসএএস/এমএস