সর্বশেষ পরিস্থিতি রাতেই এএফসিকে অবহিত করবে বাফুফে
করোনা পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাওয়া, দেশে লকডাউনের সময় বাড়ানো এবং একই সাথে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি হওয়ায় আবাহনীর এএফসি কাপের ম্যাচটি পড়লো আরও অনিশ্চয়তায়।
ম্যাচটি ঢাকায় হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। লকডাউনের কারণে তা ২১ এপ্রিল নিরপেক্ষ ভেন্যু নেপালে আয়োজন করতে চেয়েছিল আবাহনী। আন্তর্জাতিক ফ্লাইট সিডিউল বন্ধ হওয়ায় সেটাও হচ্ছে না।
১৫ এপ্রিল এএফসি, বাফুফে ও আবাহনীর মধ্যে একটি ভার্চুয়াল সভা হয়েছিল এএফসি কাপ নিয়ে। সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। বরং বাংলাদেশে করোনা পরিস্থিতি এবং লকডাউন বিষয়ে কোনো অগ্রগতি থাকলে সেটা অবহিত করতে বলেছিল এএফসি।
‘সরকার আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট সিডিউল বন্ধ থাকছে ২৮ এপ্রিল পর্যন্ত। এ অবস্থায় ম্যাচটির কি হবে, সেটা নিয়ে নিশ্চয়ই নতুন করে ভাববে এএফসি। আমরা রাতেই বাংলাদেশের করোনা, লকডাউন এবং অন্যান্য অবস্থাগুলো এএফসিকে অবহিত করব। তারপর তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব’-বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
আরআই/এমএমআর/এমএস