ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘তাদের পেছনে অনেক বিনিয়োগ করেছি, ফল পাবো না কেন?’

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৯ মার্চ ২০২১

চতর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়ে নভেম্বরে নেপালকে এনে দুই ম্যাচের ‘বঙ্গবন্ধু সিরিজ’ আয়োজন করেছিলেন কাজী মো. সালাউদ্দিন। ডিসেম্বরে কাতারে গিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। এখন জাতীয় দল রয়েছে হিমালয়ের দেশ নেপালে, ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে।

নেপালে দল যাওয়ার আগেরদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ফুটবলারদের কাছে ট্রফি চেয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি পরিস্কার বলেছেন, ‘আমি তোমাদের অনেক দিয়েছি, এবার আমাকে রেজাল্ট দাও, ট্রফি দাও।’

নেপালের তিনজাতি টুর্নামেন্ট, জুনে বিশ্বকাপ বাছাই এবং আগামী দিনের জাতীয় দল নিয়ে কী ভাবছেন দেশের ফুটবলের এই অভিভাবক? সেটাই তুলে ধরা হলো জাগোনিউজের পাঠকদের জন্য।

প্রশ্ন : নেপালের টুর্নামেন্ট থেকে ফুটবলারদের কাছে কি আশা করছেন?

কাজী সালাউদ্দিন : এই তো তিন মাস আগে নেপালকে আমরা হারিয়ে সিরিজি জিতেছি। কিরগিজস্তান জাতীয় দল নয়। তাদের খেলবে অলিম্পিক দল। সুতরাং, ওদের বিরুদ্ধে না জেতার কোনো কারণ তো দেখছি না।

প্রশ্ন : আপনি নেপাল যাচ্ছেন। নিশ্চয়ই ট্রফি আনতে।

কাজী সালাউদ্দিন : না। আমি ট্রফি আনতে যাচ্ছি না। আমি যাচ্ছি খেলা দেখতে। এখন থেকে জাতীয় দলের সব ম্যাচ আমি মাঠে বসেই দেখবো।

jagonews24

প্রশ্ন : নেপালে কি ফাইনাল দেখবেন?

কাজী সালাউদ্দিন : আমি যাবো। আমাদের দুই ম্যাচ তো দেখবোই। তবে ফ্লাইট সিডিউলের ওপর নির্ভর করছে ফাইনাল দেখতে পারবো কি না।

প্রশ্ন : জাতীয় দলের পারফরম্যান্স বাড়াতে নিশ্চয়ই আপনি কিছু পরিকল্পনা করছেন?

কাজী সালাউদ্দিন : হ্যাঁ। কারণ, আমরা অনেক বিনিয়োগ করছি দলের পেছনে। বিদেশি কোচিং স্টাফ, ফাইভ স্টার হোটেল। কোনো কিছুতেই খামতি রাখছি না। তাহলে ফল পাবো না কেন?

প্রশ্ন : এক হোটেল থেকে দ্রুত আরেক হোটেলে ওঠালেন ফুটবল দলকে। এখন থেকে কি উন্নত হোটেলেই ক্যাম্প হবে?

কাজী সালাউদ্দিন : আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমাদের জাতীয় দলের ক্যাম্প হোটেল ইন্টারকন্টিনেন্টালেই হবে। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা দীর্ঘমেয়াদী চুক্তি করবো।

প্রশ্ন : বলছিলেন জাতীয় দলের সব খেলা দেখবেন। কেবল জাতীয় দলের খেলা দেখলে কি হবে? আপনিতো লিগ দেখেন না।

কাজী সালাউদ্দিন : কে বললো আমি লিগ দেখি না? আমি দেখি, তবে সব দলের খেলা নয়। বসুন্ধরা কিংস, আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব- এই তিন দলের খেলা আমি নিয়মিত দেখি।

প্রশ্ন : জাতীয় দলের পেছনে অনেক ব্যয়। কিন্তু পারফরম্যান্স নেই। আপনি নিশ্চয়ই সন্তুষ্ট নন।

কাজী সালাউদ্দিন : আমি খেলোয়াড়দের বলেছি, ট্রফি চাই। তোমাদের স্বার্থে ভালো খেলো, তোমরা তারকা হও। আমি শুধু রেজাল্ট চাই। এভাবে চলে না। রেজাল্ট দিতে হবে খেলোয়াড়দের। কারণ, মাঠে তারা খেলে।

jagonews24

প্রশ্ন : করোনার মধ্যে অনেক ক্লাব লিগ খেলতে চায়নি। আপনি সবাইকে রাজী করিয়ে মাঠে ফুটবল নামিয়েছেন। যে কারণে কিছু তরুণ প্লেয়ার বেরিয়ে এসেছে।

কাজী সালাউদ্দিন : অবশ্যই। আমাকে স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে। করোনার কারণে ক্লাবগুলো আর্থিক সংকটে ছিল। তাদের লিগ খেলাতে রাজী করাটা সহজ কাজ ছিল না।

প্রশ্ন : জাতীয় দলে কি সমস্যা দেখেন আপনি। কেন রেজাল্ট ভালো হচ্ছে না?

কাজী সালাউদ্দিন : জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে টেকনিক্যাল সমস্যা রয়েছে। তবে ছোট ছোট। এগুলো দুর করতে পারলে আগামীতে আরো ভালো খেলবে তারা।

প্রশ্ন : আপনার কি মনে হয় জাতীয় দল আগামীতে আরো ভালো খেলবে?

কাজী সালাউদ্দিন : অবশ্যই। এ জন্যই তো এখন থেকে আমি জাতীয় দলের ওপর আরো বেশি নজর দেবো। নিজে সব খেলা দেখবো। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখবো। চার বছর পর আপনারা অন্যরকম জাতীয় দল দেখবেন।

আরআই/আইএইচএস/এএসএম