ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় দলের এক ফুটবলার করোনা আক্রান্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২১

নেপাল যাওয়ার আগে জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছিল। মঙ্গলবার করানো সেই পরীক্ষায় একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি হলেন চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার রাকিব হোসেন।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘দলের সবাইকে করোনা ভাইরাস পরীক্ষা করানো হয়েছিল। একজন খেলোয়াড়ের শরীরে ভাইরাস ধরা পড়েছে। হোটেলেই তাকে আলাদা রুমে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় জাতীয় ফুটবল দল নেপাল যাবে। দলের এক ফুটবলার রেখেই বাকিরা উড়াল দেবেন নেপালের উদ্দেশ্যে।

নেপাল যাওয়ার পর হোটেলে পুনরায় দলের সবাইকে করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন।

আরআই/এমএমআর/এমকেএইচ