ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যানসিটির দুই তারকা ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০

করোনা বেশ ভালোভাবেই হানা দিয়েছে ম্যানচেস্টার সিটি শিবিরে। ইংলিশ ক্লাবটির দুই তারকা ফুটবলার গ্যাব্রিয়েল হেসুস আর কাইল ওয়াকারসহ চারজন করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।

দুই খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের আরও দুজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ার খবরটি শুক্রবার নিশ্চিত করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ। তবে ফুটবলারদের পরিচয় জানালেও আক্রান্ত দুজন সাপোর্ট স্টাফের নাম প্রকাশ করা হয়নি।

করোনা আক্রান্ত হওয়ায় স্ট্রাইকার হেসুস আর ডিফেন্ডার ওয়াকার প্রিমিয়ার লিগে নিউক্যাসল, এভারটন আর চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন। এ বছর আর মাঠে ফেরা হবে না তাদের। আগামী ৬ জানুয়ারি কারাবাও কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তারা ফিরতে পারেন।

শুক্রবার সকালে সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগ এবং যুক্তরাজ্য সরকারের প্রটোকল মেনে করোনা আক্রান্ত চারজনকে সেলফ-আইসোলেশনে রাখা হবে।’

‘ক্লাবের সবাই বড়দিনের এই সময়টায় তাদের সহকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছেন। যাতে করে তারা তাড়াতাড়ি কাজে ফিরতে পারেন, অংশ নিতে পারেন ট্রেনিং আর প্রতিযোগিতায়।’

প্রসঙ্গত, লিগে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে রয়েছে পেপ গার্দিওলার দল ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।

এমএমআর/জেআইএম