করোনা জয় করে অবশেষে কাতারে পৌঁছালেন জেমি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় হোটেলবন্দী ছিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। মঙ্গলবার করোনামুক্ত হওয়ার পর বুধবার সকালেই তিনি উড়াল দেন কাতারের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বিকেলে সাড়ে চার টার দিকে তিনি দোহায় গিয়ে পৌঁছেছেন।
বিমানবন্দর থেকে জেমি ডে জাগো নিউজকে বলেন, ‘ভালোভাবেই আমি কাতারে পৌঁছেছি।’ জেমি ডে নভেম্বরে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর করোনা আক্রান্ত হয়েছিলেন। যে কারণে, দ্বিতীয় ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারেননি।
প্রধান কোচ করেনো আক্রান্ত হওয়ায় তার ইংলিশ সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে কাতার যান ১৯ নভেম্বর। তার অধীনেই কাতারের বাংলাদেশ দুটি অনুশীলন ম্যাচ খেলে।
আগামী ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপে বাছাইয়ের ফিরতি ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। দুই দলের প্রথম ম্যাচ হয়েছিল গত বছর অক্টোবরে ঢাকায়। বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে।
কাতারের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পঞ্চম খেলা। এর আগে চারটি ম্যাচ শেষ করেছে জেমির শিষ্যরা। এর মধ্যে আফগানিস্তান, ভারত ও ওমানের কাছে হেরেছে। ড্র করেছে ভারতের বিপক্ষে। আগামী মার্চ ও জুনে বাংলাদেশ ঘরের মাঠে বাকি ৩ ম্যাচ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে।
আরআই/আইএইচএস/এমএস