ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মৌসুম শুরুর আগে দুঃসংবাদ পেলো অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

লা লিগার নতুন মৌসুমে মাঠে নামার উদ্দেশ্যে গত সোমবার থেকে অনুশীলন শুরু করেছিল অন্যতম শিরোপাপ্রত্যাশী দল অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাদিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অ্যাটলেটিকো।

সেই ম্যাচের আগেই দুঃসংবাদ পেলো দলটি। গত সোমবার থেকে শুরু হওয়া অনুশীলনে ছিলেন দলের কোচ ডিয়েগো সিমিওনে। ছয়দিন অনুশীলন করানোর পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিমিওনে। ফলে যখন কাদিজের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা করার কথা, তখন আইসোলেশনে বন্দী থাকতে হবে তাকে।

সিমিওনের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে দেয়া এক বিবৃতিতে অ্যাটলেটিকোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘লন অ্যাঞ্জেলস থেকে অনুশীলন শেষ করে ফেরার পর শুক্রবার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। যেখানে একজনের ফলাফল ছিল পজিটিভ।’

‘পরে জানা গিয়েছে, আমাদের দলের কোচ ডিয়েগো সিমিওনে করোনা আক্রান্ত হয়েছেন। ভালো খবর হলো, তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই এবং কোয়ারেন্টাইন সময় শেষ করার জন্য নিজ বাড়িতে আইসোলেশনের রয়েছেন।’

অ্যাটলেটিকো মাদ্রিদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি নন সিমিওনে। চলতি মাসের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা এবং রাইট ব্যাক সান্তিয়াগো আরিয়াস। তাদের কারও মধ্যেই কোনো উপসর্গ ছিল না।

এসএএস/এমএস