ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৭০ দশকের তুখোড় স্ট্রাইকার নওশের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

তার আগে বাদল রায়, গাফফারসহ আরও কয়েকজন দেশ বরেণ্য ফুটবলার ও নামী ফুটবল ব্যক্তিত্ব করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত আরেকজন সাবেক তারকা ফুটবলার নওশেরউজ্জামানও।

৭০ দশকের তুখোড় স্ট্রাইকার নওশের বর্তমানে করোনা আক্রান্ত হয়ে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে করোনা আক্রান্ত নওশের প্রথমে মুগদা হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন; কিন্তু সেখানে আইসিইউ খালি না থাকায় নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে গ্রীনলাইফ হাসাপাতালে স্থানান্তর করা হয়।

মেজর (অবঃ) হাফিজউদ্দীন, কাজী সালাউদ্দীন ও এনায়েতুর রহমানদের স্বর্ণ সময়ে ঢাকার ক্লাব ফুটবলে ঢাকা মোহামেডানের অন্যতম স্ট্রাইকার ছিলেন নওশেরউজ্জামান। ১৯৭৫ সালে ঢাকা লিগে ২১ গোল দিয়ে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন তিনি।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন সুনাম ও দক্ষতার সঙ্গে। ঢাকা মোহামেডান ও কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রায় এক যুগ ঢাকা ক্রিকেট লিগও খেলেছেন নওশের। ফুটবলার নওশেরের পজিশন ছিল স্ট্রাইকার। আর ক্রিকেটার নওশের ছিলেন ওপেনিং ব্যাটসম্যান।

এআরবি/আইএইচএস/এমকেএইচ