ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্রাজিলিয়ান ক্লাবের ঘোষণা, মেসিকে কিনে নিয়েছি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৯ আগস্ট ২০২০

বার্সেলোনা ছাড়ছেন মেসি- এটা এখন অনেকটাই নিশ্চিত। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, ইংল্যান্ডের ম্যানসিটিই হতে পারে মেসির সম্ভাব্য গন্তব্য। এরই মধ্যে বিষয়টা অনেকদুর এগিয়ে গেছে।

তবে মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা যত বাড়ছে, তত তাকে পাওয়ার প্রার্থীর সংখ্যাও বেড়ে চলছে। যদিও তার রিলিজ ক্লজ অনেক বেশি এবং পুরো ক্লজ পরিশোধ করে তাকে কিনতে চায় ম্যানসিটিই। সে যাই হোক, দুনিয়াজুড়ে এখন মেসি সম্পর্কে হ্যাকাররাও কিন্তু তৎপর হয়ে উঠেছে।

তিনদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে ঘোষণা এসেছিল মেসি যোগ দেবেন তাদের ক্লাবে। ক্রিকেট ক্লাবে মেসি কেন যোগ দেবেন? সেটাই ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। হ্যাকাররা বাংলাদেশ থেকেও মেসিকে কেনার চেষ্টা চালিয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকেও এসেছিল একই ধরনের ‘হাস্যকর’ দাবি।

তবে এবারই প্রথম কোনো ফুটবল ক্লাবের ওয়েবসাইট হ্যাক করলো হ্যাকাররা। ব্রাজিলিয়ান দ্বিতীয় বিভাগে খেলা বেল হরাইজন্তের ক্লাব ক্রুজেইরোর ওয়েবসাইট থেকে ঘোষণা দেয়া হয়, ‘মেসির সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। আমরা তাকে কিনে নিয়েছি।’

শুক্রবার রাতেই ফুটবল বিশ্বের জন্য এই শকিং নিউজটা প্রচার হয়ে যায়। যদিও ব্রাজিলিয়ান ক্লাবটি টের পেয়ে সঙ্গে সঙ্গেই তাদের ওয়েবসাইট থেকে ঘোষণাটি সরিয়ে ফেলে এবং ঘোষণা দেয়, যারা এ কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে।

ক্রুজেইরোর ওয়েবসাইটে এই ঘোষণা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ফুটবল সমর্থকরা বুঝে ফেলেছিলেন হ্যাকারদের কাজ এটা। ক্লাবেরও নজরে আসে বিষয়টা। সঙ্গে সঙ্গে তারা অ্যাকশনে নেমে পড়ে।

গত মঙ্গলবারই মেসি বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তিনি, বার্সেলোনা ছাড়তে চান। ২০ বছর ন্যু ক্যাম্পে কাটানোর পর মেসির এই ঘোষণাটা অবশ্যই সমর্থকদের জন্য বড় ধরনের একটি ধাক্কা। তবে, এটা অপ্রত্যাশিত ছিল না। কারণ, গত বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল মেসির বার্সা ছাড়ার বিষয়টি।

এরপর থেকেই ইউরোপের বড় বড় ক্লাবগুলো চেষ্টা শুরু করে দিয়েছে ৩৩ বছর বয়সী বিশ্বসেরা এই ফুটবলারকে দলে নেয়ার জন্য। এর মধ্যে ম্যানসিটি, পিএসজি, ইন্টারমিলানের মত ক্লাবগুলো মেসি কিনতে উঠেপড়ে লেগেছে। কিন্তু হঠাৎ করে এক ব্রাজিলিয়ান অখ্যাত ক্লাব মেসিকে কেনার ঘোষণা দেয়ার পরই এটাকে সবাই ‘ভুয়া’ বলেই ধরে নিয়েছে। যারা ২০১৯ সালেই ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগ থেকে প্রথমবারের দ্বিতীয় বিভাগে নেমে যায় ক্রুজেইরো।

হ্যাকাররা ক্রুজেইরোর ওয়েবসাইটে শুধু মেসিকে কেনার ঘোষণাই দেয়নি, তারা সেখানে মেসির একটি ভুয়া বক্তব্যও এড করে দিয়েছেন। মেসি নাকি বলেছেন, ‘ক্রুইজেরোর সঙ্গে জড়িত হতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এন্ডারসন মরেইরার (প্রধান কোচ) দলের অংশে হওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। খুব দ্রুতই দেখা হবে। মিনেইরো স্টেডিয়ামে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

আইএইচএস/এমকেএইচ