ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার গাফফার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তিন-চার দিন ধরে ঠান্ডা, কাঁশি ও জ্বর থাকায় সোমবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন সাবেক এ ফুটবলার। মঙ্গলবার সকালে রিপোর্ট পেয়েছেন করোনা পজিটিভ।

‘গত ২৪ জুন মায়ের মৃত্যুর দুইদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। তারপর থেকে বলতে গেলে বাসাতেই ছিলাম। মাঝেমধ্যে অফিস যেতাম। গত তিন-চার দিন ধরে ঠান্ডা, কাঁশির সঙ্গে জ্বরও ছিল। তাই সোমবার কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছিলাম। মঙ্গলবার সকালে রিপোর্ট পেয়েছি। আমি ইতিমধ্যে ডাক্তার নির্দেশনামতো চিকিৎসা শুরু করে দিয়েছি’- জাগো নিউজকে বলছিলেন সাবেক এ তারকা ফুটবলার।

করোনাভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য আবদুল গাফফার সবার কাছে দোয়া চেয়েছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

আরআই/এসএএস/পিআর