ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির বার্সা ছাড়ার খবর নিয়ে যা বললেন কোচ সেতিয়েন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৪ জুলাই ২০২০

লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকবেন না। সম্প্রতি এমন খবর চাউর হয়েছে এবং সেটা বেশ জোর দিয়েই বলছে কয়েকটি গণমাধ্যম। স্প্যানিশ রেডিও স্টেশন 'কাদেনা স্যর' তো এক্সক্লুসিভ রিপোর্টে নিশ্চিতই করে দিয়েছে, আগামী মৌসুমে ন্যু ক্যাম্প ছাড়ছেন আর্জেন্টাইন খুদেরাজ।

বার্সেলোনায় মেসির সময়টা যে ভালো কাটছে না, সেটি মোটামুটি এখন ওপেন সিক্রেট। ক্লাব কর্তাদের সঙ্গে মেসির টানাপোড়েন চলছে অনেক দিন ধরেই। মাঠেও যেন এখন প্রভাব পড়তে শুরু করেছে।

লা লিগায় শিরোপা লড়াইয়ে অনেকটা সময় এগিয়ে থাকা বার্সেলোনা হোঁচট খাচ্ছে একের পর এক। সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ ড্রতে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে মেসির দল।

সত্যিই কি তবে মেসির বার্সা ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে? চাপের মুখে থাকা বার্সা কোচ কিকে সেতিয়েন ব্যাপারটাকে গুঞ্জন হিসেবেই দেখতে চান। যদিও জোর দিয়ে তিনি বলতে পারলেন না, মেসি বার্সায় থাকবেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপে বার্সা কোচ বলেন, ‘আমি এটা নিয়ে জল্পনা করছি না। এই সম্পর্কে তাকে (মেসি) কিছু বলতেও শুনিনি। আর এটা আমার কাজও নয়।’

সেতিয়েন যোগ করেন, ‘আমি তো লিওকে ভালো অবস্থায়ই দেখছি। বাকি যা আছে গুঞ্জন। আমি সেটাতে জড়াতে চাই না। এটা আপনারা, গণমাধ্যম, তাদের ব্যাপার। আমি তাকে ভালোভাবেই অনুশীলন করতে দেখছি, এর বেশি কিছু জানি না।’

বার্সায় অন্তর্কোন্দলের কথা শোনা গেলেও এই মৌসুমেও কিন্তু মেসির ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ নয়। ২৮ লিগ ম্যাচে ২২ গোলের সঙ্গে ১৮টি অ্যাসিস্ট করেছেন দলীয় অধিনায়ক। তারপরও যা রটে, কিছু হলেও তো সত্য বটে!

এমএমআর/জেআইএম