ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যারাডোনার কোচের করোনা রিপোর্টে ভুল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৫ পিএম, ৩০ জুন ২০২০

১৯৮৬ সালের আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দো করোনাভাইরাসে আক্রান্ত- দুইদিন আগে এমন খবর চাউর হয়ে গিয়েছিল। এমনিতেই নানা জটিলতায় ভুগছিলেন দিয়েগো ম্যারাডোনার সাবেক এই কোচ। সে সঙ্গে হলেন করোনায় আক্রান্ত। কিন্তু সেই খবরকে অস্বীকার করছেন কার্লোস বিলার্দোর ভাই। তিনি জানালেন, ম্যারাডোনার বিশ্বকাপজয়ী কোচ বিলার্দো ভুল চিকিৎসার শিকার হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ার কারণে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয় ১৯৮৬ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচকে। রোববার রাতে কার্লোসের ভাই জর্জ বিলার্দো টুইট করে লেখেন, ‘আমার বড় ভাইকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার করোনা পজিটিভ হয়নি। বুয়েন্স আয়ার্সের একটি নামকরা ল্যাবের টেস্টে ভুল রেজাল্ট আসে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তার কিছুই হয়নি।’

৮২ বছরের বিলার্দো এমনিতেই নানা শারীরিক সমস্যার মধ্যে বড় সমস্যা হলো, তার মানসিক জটিলতা রয়েছে। এ জন্য তাকে বারবারই হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তার কোনও উপসর্গ না থাকলেও কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে আশেপাশে ১০ জন করোনা রোগী ছিলেন। সেটেই এখন বেশি ভাবাচ্ছে বিলার্দোর পরিবারকে। 

আইএইচএস/