শুরু হতে না হতেই জার্মান লিগে আরো একজন করোনা আক্রান্ত
করোনার মধ্যে ঝুঁকি নিয়ে ফুটবল লিগ বুন্দেসলিগা চালু করে দিয়েছে জার্মানি। গত শনিবার পূনরায় শুরু হয় বুন্দেসলিগার খেলাগুলো। শুরুর আগেই দ্বিতীয় বিভাগের (বুন্দেসলিগা-২) ক্লাব ডায়নামো ড্রেসডেনের চারজন ফুটবলার করোনা পজিটিভি ছিল। যে কারণে, পুরো ক্লাবকেই রাখা হয়েছিল কোয়ারেন্টাইনেই। এরই মধ্যে ক্লাবটির আরো এক ফুটবলার করোনা আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।
ডায়নামো ড্রেসডেন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার পঞ্চমবারেরমত ক্লাবের ফুটবলারদের টেস্ট করা হয়। তাতেই আরো একজনের করোনা পজিটিভ হিসেবে পাওয়া গেছে।
ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, সেই খেলোয়াড়, তার সংস্পর্শে আসা কোচিং স্টাফ, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হবে।
৯ মে ডায়নামো ড্রেসডেনের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ওই সময় দুই ফুটবলারের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল।
এদিকে ডায়নামো ড্রেসডেনের পক্ষ থেকে বলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম দফায় টেস্টের পর আক্রান্ত খেলোয়াড় ছাড়া বাকি যাদেরকে নেগেটিভ পাওয়া গেছে, শনিবার থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে।
গত রোববার হ্যানোভারের সঙ্গে ম্যাচ ছিল ডায়নামো ড্রেসডেনের। কিন্তু কোয়ারেন্টাইনে থাকার কারণে তারা সেই ম্যাচ খেলতে পারেনি। ম্যাচটির জন্য পূনরায় তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন। ৩১ মে স্টুর্টগার্টের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।
আইএইচএস/