ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অসহায় মানুষের পাশে রেফারি ইব্রাহিম নেসার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৫ মে ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ভোগান্তি দিনদিন বাড়ছেই। বিশেষ করে যারা দিনমজুর তাদেরকে সংসারে এক বেলার খাবার দিতেই হিমশিম খেতে হচ্ছে। অন্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনের কর্মহীন মানুষরাও এখন আস্তে আস্তে দুস্থদের তালিকায় নাম লেখাচ্ছেন।

ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি, ফেডারেশন যে যেভাবে পারছে এগিয়ে আসছে দুস্থদের সহায়তায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশনসহ আরো কিছু সংস্থা অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে এসেছে।

এবার সাবেক ফিফা রেফারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হাজী ইব্রাহিম নেসার ব্যক্তিগত উদ্যোগে গরীবদের সাহায্যে এগিয়ে এসেছেন। শুক্রবার তিনি গরীব ও অসহায় মানুষের মধ্যে অর্থ বিতরণ করেছেন।

মতিঝিলস্থ বাফুফে ভবনের সামনে রেফারি ইব্রাহিম নেসারের পক্ষে অর্থ বিতরণ করেছেন মিডিয়া কমিটির কর্মকর্তারা। দারোয়ান, মাঠকর্মী, বঙ্গবন্ধু স্টেডিয়ামের মিডিয়া বক্সের কর্মীসহ ফুটবল অঙ্গনের অসহায় মানুষের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়েছে।

আরআই/আইএইচএস/