ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেনাই যাচ্ছে না বাংলাদেশের সাবেক কোচ ক্রুইফকে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৩ মে ২০২০

দুই মাস হতে চলেছে হোম কোয়রেন্টাইনে আছেন বাংলাদেশ ফুটবলের সাবেক প্রধান কোচ নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ। দীর্ঘ এই সময়ে ঘরে বসে বয়স যেন আরও বেড়ে গেছে এই ডাচম্যানের। মুখভর্তি দাঁড়ি-গোঁফে এ যেন নতুন এক ক্রুইফ।

নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে থেকে প্রায় ৮০ কিলোমিটার দুরে ইদে শহরে পরিবার নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ। ২০১৩ থেকে ২০১৫ তিন বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা এ ডাচকে হ্যালো বলতেই প্রথমে জানতে চাইলেন বাংলাদেশের করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি। তারপর বর্ণনা দিলেন নিজ দেশের সর্বশেষ অবস্থার।

করোনা থেকে রক্ষার জন্য শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ। বললেন, ‘এ সময়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শৃঙ্খলা বজায় রেখে নিজের স্বাস্থ্য ঠিক রাখা। মানুষ এখন কঠিন সময় পার করছে। এখন হেয়ালিপনার কোনো সুযোগ নেই।’

খেলা বন্ধ, ক্যাম্প বন্ধ। ফুটবলাররা এখন যে যার ঘরে। বাংলাদেশেও তাই। সৌজন্যতামূলক আলাপেও ক্রুইফ খোঁজ নিতে ভুললেন না তার বাংলাদেশের সাবেক শিষ্যদের। দিলেন কিছু উপদেশও, ‘ফুটবলাররা যারা এখন বাড়িতে আছে, তাদের ব্যক্তিগত কাজটুকু করে যেতে হবে। বাসায় সময়টা শৃঙ্খলার মধ্যে কাটাতে হবে, ফিটনেস ধরে রাখতে যতটুকু কাজ করার দরকার তা করতে হবে। সবচেয়ে বড় কথা- অবশ্যই ঘরে থাকতে হবে। নিজের এবং অন্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য।’

৫০ বছর বয়সী লোডভিক ডি ক্রুইফ বর্তমানে নিজ দেশের একটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন।

আরআই/এসএএস/জেআইএম