ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অসহায়দের মাঝে বাফুফের ইফতার বিতরণের খবর ফিফায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১৭ এএম, ১২ মে ২০২০

করোনাভাইরাসের কারণে খেলাধুলা সব বন্ধ। বন্ধ হয়ে আছে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল। বিশ্বব্যাপী ফুটবলাররা এখন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই মুসলমান ফুটবলাররা এবার রোজা রাখার সুযোগ পাচ্ছেন।

খেলার চাপ নেই, নেই অনুশীলনের চাপ। এ নিয়ে ফিফার ওয়েবসাইট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অসহায়দের মধ্যে ইফতার বিতরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

করোনায় সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের দুপুরের খাবার বিতরণ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রমজান শুরুর পর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি দুস্থ মানুষের মধ্যে বিতরণ শুরু করে ইফতার।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, যতদিন সব কর্মক্ষেত্র না খুলবে ততদিন তাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি চলবে।

ফিফার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীতে সবকিছু বন্ধ হওয়ার পর থেকে বাফুফে তাদের প্রধান কার্যালয়ের সামনে গরীব মানুষের মধ্যে খাদ্য বিতরণ শুরু করে। রমজান শুরুর পর এখন তারা ইফতারের প্যাকেট বিতরণ করছে।

ফিফার প্রতিবেদনে বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত বলেছেন, ‘আমরা প্রতিদিন কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে ইফতার বিতরণ করছি। আমাদের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী আমরা লকডাউন না খোলা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাব।’

আরআই/এসএএস/জেআইএম