ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩০০ অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিলেন বাফুফের সহসভাপতি মহি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ অসহায় মানুষকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। তিনি আজ (বুধবার) তার নিজ এলাকা গোপীবাগের বিভিন্নস্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

‘আমার ওয়ার্ড নম্বর-৩৯। এই ওয়ার্ডকে কয়েকটি জোনে ভাগ করে কোথাও ১৫, কোথাও ২০, আবার কোথাও ২৮- এভাবে মোট ৩০০ প্যাকেট (চাল, তেল, পেঁয়াজ, বেসন, ছোলা ও চিনি) খাদ্যসামগ্রী অসহায় মানুষকে দিয়েছি। এটা আমার নিজের এলাকা। ব্যক্তিগতভাবে আমি এই সহয়তা করেছি। চেষ্টা থাকবে আগামীতে আরো কিছু করার’- বলছিলেন বাফুফের সহসভাপতি।

এর বাইরেও মহিউদ্দিন আহমেদ মহি তার জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরেও লকডাউন শুরু হওয়ার পর করোনা প্রতিরোধকারী বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন। এই ক্রীড়া সংগঠক বলেন, ‘বাঞ্ছারামপুর উপজেলায় ১৩ ইউনিয়ন ও এক পৌরসভা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে আমি ১২৯টি জীবানুনাশক স্প্রে মেশিন প্রদান করেছি। প্রত্যেক ইউনিয়নে ৫০ কেজি করে ব্লিচিং পাউডার দিয়েছি। থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় মিডিয়াকর্মী মিলিয়ে ৪২৬টি পিপিএ দিয়েছি।’

আরআই/আইএইচএস/