ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফতুল্লায় অসহায়দের পাশে বাফুফের কয়েকজন স্টাফ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৩ এপ্রিল ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত রোগি বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণঘাতি এই ভাইরাস বিস্তারে সরকারও কঠোর হচ্ছে দিনদিন। এমনিতেই সারা দেশে সবকিছু বন্ধ। তারওপর বাড়ছে লকডাউনের এলাকা। মানুষ হয়ে পড়ছে কর্মহীন। তাতে দিনমজুররা পড়েছেন বিপাকে। প্রতিদিনের আয়ে যাদের সংসার চলতো তাদের পরিবারের সদস্যদের মুখে এখন খাবার তুলে দেয়াই কঠিন।

এমন সময়ে যে যেভাবে পারছে অসহায়দের সহায়তা করছে। এখন কেবল গরীব মানুষ নয়, নিন্ম মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরাও নানা সমস্যায়। এসব মানুষকে খাবার সরবরাহ করতে এগিয়ে আসছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান।

আজ (সোমবার) নারায়নগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ২২০ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন স্টাফ। এটা তারা নিজেদের উদ্যোগেই দিয়েছেন।

বাফুফের হেড অব কম্পিটিশন মো. হাসান মাহমুদ ও একই বিভাগের এক্সিকিউটিভ ইফতেকার উদ্দিন স্থানীয় কোচদের সংগঠন মিলে চাল, আলু, লবন, ডাল, তেল একটি প্যাকেট করে ২২০ জনকে দিয়েছেন।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিদিনের মতো সোমবারও মিতিঝিলের বাফুফে ভবনের সামনে অসহায় মানুষদেও মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে

আরআই/আইএইটএস