ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্বল্প আয়ের কোচদের সহায়তা করবেন তরফদার রুহুল আমিন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৭ এপ্রিল ২০২০

‘স্বল্প আয়ের কোচ ও খেলোয়াড়দের পাশে দাঁড়ান’- দেশের অভিজ্ঞ কোচ কামাল বাবুর এই আহবানের ২৪ ঘন্টার মধ্যেই এগিয়ে এসেছেন এ সময়ের আলোচিত ফুটবল সংগঠক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন। তিনি ঘোষণা দিয়েছেন, স্বল্প আয়ের ও অস্বচ্ছল কোচদের সহায়তা করবেন।

করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। করোনার ভয়াল থাবা কেবল প্রাণহানীই ঘটাচ্ছে না, দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে। মানুষকে বাধ্য করেছে ঘরে বসে থাকতে। ব্যবসা-বাণিজ্য এখন স্থবির। অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ফুটবলে। কোচ-খেলোয়াড়দের আয়ের পথ বন্ধ হয়ে গেছে মাঠে খেলা না থাকায়। একদিন আগে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সে সব স্বল্প আয়ের কোচ এবং খেলোয়াড়দের সহযোগিতার আহ্বান জানান কামাল বাবু।

অনেকে তৃণমূল ফুটবল নিয়ে কাজ করেন কিংবা স্বল্প বেতনে দেশের বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন। স্বল্প আয়ের কোচ ছাড়াও পেটে-ভাতে বিভিন্ন ক্লাবে খেলেন এমন ফুটবলাররাও সংকটময় সময় পার করছেন।

স্বল্প আয়ের কোচদের এমন দুর্দিনে সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্ণধার তরফদার মো. রুহুল আমি সহায়তার হাত বাড়িয়েছেন। বিডিডিএফএ এবং বিএফসিএ ইতোমধ্যে স্বল্পআয়ের কোচদের তালিকা তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। দুই সংগঠনের পক্ষ থেকে শিগগিরই দেশের স্বল্প আয়ের দুস্থ কোচদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন তরফদার মো. রুহুল আমিন।

স্বল্প আয়ের কোচদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে তরফদার রুহুল আমিন বলেন, ‘করোনার কারণে দেশের ফুটবল স্তব্ধ হয়ে আছে। এই মহাদুর্যোগে আমাদের স্বল্প আয়ের কোচরা পড়েছেন মহা সংকটে। আমরা তাদের পাশে আছি। আমাদের সংগঠন বিডিডিএফএ এবং বিএফসিএ এ ব্যাপারে কাজ শুরু করেছে। সহায়তা করার জন্য দুস্থ কোচদের তালিকা করা হচ্ছে।’

আরআই/আইএইচএস/