করোনায় চিকিৎসার খবর অস্বীকার রোনালদোর হোটেলের
করোনা আক্রান্তদের চিকিৎসায় লিসবনে রোনালদোর হোটেল নাকি সাময়িকভাবে বদলে যাচ্ছে হাসপাতালে। প্রাণঘাতি ভাইরাসে আক্রান্তদের সেবার কাজে নিয়োজিত হবে পেস্তানা সিআর সেভেন হোটেল। এমন খবরই গতকাল ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। মহৎ এই উদ্যোগের কারণে রোনালদোর প্রশংসাও করেছিলো পুরো বিশ্ব।
কিন্তু এই খবর কতটা সত্য, সে নিয়ে শুরু থেকেই সন্দেহ পোষণ করতে থাকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তাদের স্প্যানিশ পাবলিকেশনের তরফ থেকে পুরো বিষয়টাকে ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়। পর্তুগালের রাজধানী লিসবসে রোনালদোর একটি হোটেল হাসপাতালে রূপ নিচ্ছে, এমন খবর ভিত্তিহীন বলে দাবি করেছিল তারা। এবার রোনালদোর হোটেল কর্তৃপক্ষও এমন ঘটনার সত্যতা বাতিল করে দিল।
বিশ্বের প্রথমসারির ফুটবলকেন্দ্রিক সংবাদমাধ্যম গোলডটকমের তরফে লিসবনে রোনালদোর হোটেলের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। মুখপাত্র গোলডটকমকে পরিষ্কার জানিয়েছে, ‘আমরা কোনোভাবেই হাসপাতালের রূপ দিচ্ছি না। আমরা হোটেল ছিলাম হোটেলই থাকছি। মিডিয়া থেকে এ নিয়ে আমরা প্রচুর ফোন পেয়েছি; কিন্তু খবরটি একেবারেই সত্য নয়।’
পর্তুগালে বিশ্ব মহামারির আকার নেয়া নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের ইতিমধ্যেই ২৪৫ ছুঁয়েছে। এমন কঠিন মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়াতে নাকি লিসবনে রোনালদোর হোটেল সাময়িকভাবে পরিবর্তন হচ্ছে হাসপাতালে। সেখানে বিনামূল্যে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা হবে বিনামূল্যে। এমনকি সেখানে কাজ করতে আসা অস্থায়ী চিকিৎসক, চিকিৎসা কর্মীদের পারিশ্রমিক দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদোই।’ এমন খবরই রোববার চাউর হয়ে যায় নেটদুনিয়ায়।
এমন খবর প্রকাশ্যে আশার পর থেকেই তার সত্যতা যাচাইয়ে মাঠে নামে বিভিন্ন সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত রোনালদোর হোটেলের পক্ষ থেকেই অস্বীকার করা হল খবরের সত্যতা।
প্রসঙ্গতঃ করোনা আতঙ্কে এই মুহূর্তে নিজ এলাকা মাদেইরায় বাসভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসে তার সতীর্থ ড্যানিয়েল রুগানির দেহে নোভেল করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ার পর থেকেই বাকি ফুটবলাররা কোয়ারেন্টাইনে রয়েছেন।
আইএইচএস/জেআইএম