ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোহামেডান-আবাহনী মর্যাদার লড়াই আজ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৪ মার্চ ২০২০

বড় ম্যাচ। মুখোমুখি মোহামেডান-আবাহনী। মর্যাদার লড়াইয়ে কে জিতবে? এ প্রশ্ন ছুঁড়ে হাজার হাজার মানুষের সেই তর্কযুদ্ধ নেই। এখন দেশের দুই বড় ও ঐতিহ্যবাহী ক্লাবের মাঠের লড়াইগুলো হয়ে যায় নীরবে-নিভৃতে। সেটা হোক ফুটবল, ক্রিকেট কিংবা হকি। তেমন একটি লড়াই আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

এ লড়াই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের। এ মৌসুমে এটাই দুই দলের প্রথম দেখা। আগের মতো সেই আলোচনা নেই ক্রীড়াঙ্গনে। তারপরও মোহামেডান-আবাহনী ম্যাচ বলে কথা। এ ম্যাচের ফল দুই ক্লাবের লিগের অবস্থানের ওপরও প্রভাব ফেলবে।

চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে দুই দলই খেলেছে ৩টি করে ম্যাচ। দুই দলই জিতেছে দুটি করে। মোহামেডান একটি হেরেছে, আবাহনী করেছে ড্র। টেবিলে ৭ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয় স্থানে, মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে ছয়-এ। আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন এবং মোহামেডানের অধিনায়ক মাজহারুল ইসলাম হিমেল দুইজনই জয়ের ব্যাপারে আশাবাদী।

বুধবার বিকেলে দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩ টায়। এদিকে মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

আরআই/আইএইচএস/জেআইএম