ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোহামেডান-পুলিশের জয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান। আজ (সোমবার) সিলেট জেলা স্টেডিয়ামে সাদাকালোরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

লিগে তৃতীয় ম্যাচে এটি মোহামেডানের দ্বিতীয় জয়। অন্য দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব একই ব্যবধানে হারিয়েছে উত্তর বারিধারাকে।

সিলেটে মোহামেডান মাঠে আধিপত্য বিস্তার করেই পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। ষষ্ঠ মিনিটে সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ম্যাচে শেখ রাসেল ফিরে আসে পেড্রো হেনরিকের গোলে।

তবে সাবেক চ্যাম্পিয়নদের শেষ রক্ষা হয়নি। ৮৬ মিনিটে দারুণ এক গোল করে মোহামেডানকে মূল্যবান ৩ পয়েন্ট এসে দেন শাহেদ হোসেন। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান টেবিলের দ্বিতীয় স্থানে। অন্য দিকে রাসেলের সমান ম্যাচে সংগ্রহ ২ পয়েন্ট।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩০ মিনিটে রিভেরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাসকভ। ৪৬ মিনিটে আরিফ হোসেন গোল করে ব্যবধান কমান।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পুলিশ সপ্তম স্থানে এবং বারিধারা পয়েন্ট শূন্য দুই ম্যাচ শেষে।

আরআই/এসএএস/এমএস