ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সায় গৃহদাহ, আবিদালের মন্তব্যে খেপেছেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

বার্সেলোনার সুখের ঘরে কি আগুন লাগলো! কোচ আরনেস্তো ভালভার্দে চাকরি হারানোর আগে ভাসা ভাসা অনেক কথাই শোনা গেছে, সে সব কথার রেশ কাটছে না এখনও।

সেই ভালভার্দেকে নিয়ে বলতে গিয়ে খেলোয়াড়দের নাম জড়িয়ে দেয়ায় এবার ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে সম্পর্কবনতির শঙ্কা দেখা দিয়েছে দলের প্রাণভোমরা লিওনেল মেসির।

আবিদালের মন্তব্যে যে বেশ চটেছেন মেসি। কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, কাদের নিয়ে কথা বলেছেন বার্সার ক্রীড়া পরিচালক, স্পষ্ট করে নাম বলতে হবে।

আসলে কি বলেছেন আবিদাল? সম্প্রতি স্প্যানিশ এক ক্রীড়া দৈনিকের সঙ্গে সাক্ষাতকারে আবিদাল বলেন, গত জানুয়ারিতে কোচের চাকরি হারানো ভালভার্দে খেলোয়াড়দের সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেছিলেন। তার অধীনে নাকি অনেক খেলোয়াড় সুখী ছিলেন না।

সাক্ষাতকারের এক পর্যায়ে আবিদাল বলেছিলেন, ‘(ভালভার্দের অধীনে) বেশ কিছু খেলোয়াড় সুখী ছিল না। ঠিকভাবে পারফর্মও করেনি। পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা ছিল। কোচ ও ড্রেসিংরুমের মধ্যে সম্পর্ক আগে ভালোই ছিল। তবে সাবেক ফুটবলার হিসেবে কিছু বিষয় বুঝতে পেয়েছি। তাই আমি ক্লাবকে এই বিষয়ে বলেছি এবং আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’

একটা সময় এই আবিদালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি। তবে এখন দুজন দুই দায়িত্বে। মেসি খেলোয়াড়ই আছেন, আবিদাল বার্সার ক্রীড়া পরিচালক। এমন গুরুত্বপূর্ণ পজিশনে থেকে আবিদালের করা তির্যক মন্তব্যকে সহজভাবে নিচ্ছেন না বার্সা সুপারস্টার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টাইন খুদেরাজ লিখেছেন, ‘সত্যি করে বলতে এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। তবে সবাইকেই নিজেদের কথা এবং কাজের দায় নিজেদেরই নিতে হবে।’

‘ভালো না খেললে আমরা ড্রেসিংরুমের খেলোয়াড়রাই প্রথম সেই দায়টা কাঁধে নেই। পরিচালকদেরও তো দায়িত্বশীল হওয়া উচিত। আমার মনে হয়, যদি আপনি খেলোয়াড়দের নিয়ে (এভাবে) এমন কথা তুলেন, তবে তাদের নামটাও বলে দেয়া উচিত। এমন না করলে সবাইকেই কলঙ্কিত করা হয় হয় আর আর গুজব ছড়ানোরও সুযোগ হয়, যা কিনা প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে।’

এমএমআর/এমএস