ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জামালের বিদায় কোয়ার্টারে সাইফ-রহমতগঞ্জ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রাম আবাহনী, বসুন্ধরা কিংস, আবাহনী ও পুলিশ এফসির পর টিভিএস ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে সাইফ স্পোটিং ক্লাব ৩-১ গোলে শেখ জামালকে হারালে তাদের সঙ্গে রহমতগঞ্জেরও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।

এ ম্যাচটির ওপর ঝুলে ছিল ‘সি’ গ্রুপের তিন দলের ভাগ্য। যারা হারবে বিদায়-এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল জামাল ও সাইফ। ড্র হলে গ্রুপের তিন দলের পয়েন্টই হতো সমান। সেক্ষেত্রে ফেয়ার প্লে’র মাধ্যমেই নির্ধারণ হতো দলগুলোর ভাগ্য। শেষ পর্যন্ত সাইফ পরিষ্কার ব্যবধানে জিতেই নাম লেখায় শেষ আটে।

দুই ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ৪, রহমতগঞ্জের ২। ১ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপ থেকে বিদায় নিলো সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল।

১০ মিনিটে ওমর জোবে’র গোলে এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পাঁচ মিনিট পরই ইয়াছিন আরাফাতের গোলে ম্যাচে ফেরে সাইফ স্পোর্টিং।

৮৪ মিনিটে শেখ জামালের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি আনিসুর রহমান। গোল করে দলকে এগিয়ে দেন জাহাঙ্গীর। কিরগিজস্তানের আখমেদভ ইনজুরি সময়ে বক্সের বাইরে থেকে শটে গোল করে ব্যবধান ৩-১ করেন।

আরআই/এমএমআর/এমকেএইচ