ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালকে ভয় পাইয়ে দিয়েছিল লেভান্তে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

বেশ কয়েক মৌসুম ধরেই স্প্যানিশ লা লিগায় ঠিক নিজেদের সেরাটা খেলতে পারছে না রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় বরাবরের মতোই দারুণ খেললেও, হোঁচট খায় ঘরোয়া টুর্নামেন্টে এসেই। যার আভাস মিলছে চলতি মৌসুমেও।

তুলনামূলক দুর্বল লেভান্তের বিপক্ষে জয় পেয়েও ঘাম ঝরাতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। প্রথমে ৩ গোল করে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লেভান্তে। শেষপর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পুরো প্রথমার্ধটা নিয়ন্ত্রণ করেছিল রিয়াল মাদ্রিদই। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়ে ২৫ মিনিট পর্যন্ত। দানি কারভাহালের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

benzu

ম্যাচে রিয়ালের পরের দুই গোল আসে প্রথমার্ধের বাকি ২০ মিনিটের মধ্যেই। ম্যাচের ৩১ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন বেনজেমা। এবার তাকে বল এগিয়ে দেন হামেস রদ্রিগেজ। আর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩-০তে পরিণত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।

প্রথমার্ধেই তিন গোল হজম করলেও, আশা হারায়নি লেভান্তে। দ্বিতীয়ার্ধেই শুরুতেই এক গোল শোধ করে অতিথিরা। গোলটি অবশ্য করেন রিয়াল থেকেই লোনে লেভান্তেতে যাওয়া বোর্জা মায়োরাল। পরে ৭৫তম মিনিটে লেভান্তের দ্বিতীয় গোল করেন গঞ্জালো মেরেলো। তবে হার এড়াতে পারেনি তারা।

চার ম্যাচ শেষে ২ জয় ও ২ ড্রতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে লেভান্তের ফল ২টি করে জয়-পরাজয়, ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।

এসএএস/এমকেএইচ