ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ওমানের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৪১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

কাতার-২০২২ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের শুরুটা ভালো হলো না দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতের। আজ (বৃহস্পতিবার) রাতে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ২-১ গোলে হারিয়েছে ভারতকে। প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়েছিল।

২৪ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। ৮১ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মাথা নিচু করে। ওমানের জয়ের নায়ক রাবিয়া আল মানধর। তিনি ৮২ মিনিটে সমতা আনেন এবং ৯০ মিনিটে করেন জয়সূচক গোল। তার জোড়া গোলেই অ্যাওয়ে ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওমান।

এদিকে বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম দিন দক্ষিণ এশিয়ার দল মালদ্বীপ জয় দিয়ে শুরু করলেও ভারতের পাশাপাশি হেরে গেছে শ্রীলঙ্কা। ‘এইচ’ গ্রুপে ঘরের মাঠে শ্রীলঙ্কা ০-২ গোলে হেরেছে তুর্কমেনিস্তানের কাছে। রাতে দক্ষিণ এশিয়ার আরেক দল নেপাল মুখোমুখি হবে কুয়েতের।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ফল

‘এ’ গ্রুপ
গুয়াম ০ : ১ মালদ্বীপ
ফিলিপাইন ২ : ৫ সিরিয়া

‘বি’ গ্রুপ
চাইনিজ তাইপে-১ : জর্ডান-২
কুয়েত ৭ : ০ নেপাল

‘সি’ গ্রুপ
কম্বোডিয়া ১ : ১ হংকং
বাহরাইন ১ : ১ ইরাক

‘ডি’ গ্রুপ
সিঙ্গাপুর ২ : ২ ইয়েমেন
ফিলিস্তিন ২ : ০ উজবেকিস্তান

‘ই’ গ্রুপ
ভারত ১ : ২ ওমান
কাতার ৬ : ০ আফগানিস্তান

‘এফ’ গ্রুপ
মঙ্গোলিয়া ১ : ০ মিয়ানমার
তাজিকিস্তান ১ : ০ কিরগিজস্তান

‘জি’ গ্রুপ
থাইল্যান্ড ০ : ০ ভিয়েতনাম
ইন্দোনেশিয়া ২ : ৩ মালয়েশিয়া

‘এইচ’ গ্রুপ
উত্তর কোরিয়া ২ : ০ লেবানন
শ্রীলঙ্কা ০ : ২ তুর্কমেনিস্তান

আরআই/বিএ

আরও পড়ুন