ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাফের শ্রেষ্ঠত্ব ফিরে পেল ভারতের কিশোররা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ৩১ আগস্ট ২০১৯

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরোদ্ধার করেছে ভারত। আজ (শনিবার) পশ্চিমবঙ্গের কল্যাণীতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ভারত ৭-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে। দক্ষিণ এশিয়ার কিশোরদের এই টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় শিরোপা।

নেপালের বিরুদ্ধে ৭-০ গোলের এই জয় টুর্নামেন্টের নতুন রেকর্ড। আগের ৫ আসরের ফাইনালে এতবড় ব্যবধানে জয় পায়নি কেউ। এমন কি আগের ৫ ফাইনালের জয়ী দলগুলো মোট যে গোল করেছিল ভারত তার সমান করলো এই ফাইনালে।

ফাইনালে ভারতের কাছে ৭ গোল খাওয়া নেপালের কাছে গ্রুপ পর্বে বাংলাদেশ উড়ে গিয়েছিল ৪-১ গোলে। ফাইনালে ভারত প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল দিয়ে ফাইনালকে স্মরণীয় করে রাখে ভারত।

আরআই/এসএএস/এমএস

আরও পড়ুন