ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফগানদের বিপক্ষেও গোল চান রবিউল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৩৯ পিএম, ৩০ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ সর্বশেষ যে দুটি জয় পেয়েছে সে দুটিই এসেছে তরুণ মিডফিল্ডার রবিউল হাসানের গোলে। কম্বোডিয়া ও লাওসের বিরুদ্ধে গোল করা সেই রবিউল আফগানিস্তানের বিপক্ষেও গোল করে দেশকে জেতাতে চান। শুক্রবার (৩০) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা শুনিয়েছেন রবিউল হাসান।

রোববার জেমি ডে’র শিষ্যরা উড়াল দেবে তাজিকিস্তানের পথে। দেশটির রাজধানী দুশানবেতে ১০ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা। তাজিকিস্তান যাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলন ছিল কোচ জেমি ডে’র। তিনি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছিলেন তার অন্যতম অস্ত্র রবিউল হাসানকে।

‘কম্বোডিয়া ও লাওসের বিপক্ষে গোল করেছি। আফগানিস্তানের বিপক্ষেও গোল করতে চাই। জয় নিয়ে দেশে ফিরতে চাই আমরা,’ বলেছেন রবিউল হাসান। কোচ জেমি ডে বলেছেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে, বিশেষ করে শারীরিকভাবে। তবে এটা কোনো ব্যাপার নয়। শারীরিক সুবিধা শুধু সেট পিসের সময় কাজে লাগে। আমরা আগেও কাতার ও থাইল্যান্ডে যথেষ্ট শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। ফুটবল হলো ১১ জন বনাম ১১ জনের লড়াই। ছেলেরা জয়ের জন্যই মাঠে নামবে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে দিনটি হতে পারে আমাদের।’

তাজিকিস্তানে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প ছাড়াও সেখানে স্থানীয় দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩ ও ৫ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে প্রিমিয়ার লিগের দল এফসি কুকতোশ এবং সিএসকেএ পামির বিরুদ্ধে।

আরআই/এনডিএস

 

আরও পড়ুন