ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নির্মমতা দেখালো বায়ার্ন মিউনিখ, প্রতিপক্ষকে দিলো ২৩ গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৯ আগস্ট ২০১৯

প্রতি চার মিনিটে গড়ে এক গোল। এটি কি কোনো পাড়ার খেলা? না, এমন কাণ্ড ঘটিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার প্রাক মৌসুম ম্যাচে দুর্বল দল এফসি রোটাচ-এগের্নকে ২৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

হ্যাটট্রিক করেছেন বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। মিডফিল্ডার কোরেনতিন তলিসো করেছেন চার গোল। বদলি হিসেবে খেলতে নেমে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার কোসি ওকিয়েরে রিডতও। এছাড়া হ্যাটট্রিক করেন থমাস মুলার ও গোরেৎসকা।

প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠা ম্যাচে বায়ার্ন কোচ নিকো কোভাক প্রথমার্ধেই ১০টি পরিবর্তন আনেন। তারপরও ১১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তার দল।

এই ম্যাচে ক্লাবের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিলিন লুকাস হার্নান্দেজ। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাকে ক্লাব রেকর্ড ৮০ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে বায়ার্ন।

গত বছর প্রাক মৌসুমেও রোটাচ-এর্গেনকে প্রায় একইরকম লজ্জায় ফেলেছিল বায়ার্ন। সেবার তারা জিতেছিল ২০-২ গোলে।

গত শনিবার জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে হারে বায়ার্ন। সেই রাগটাই কি তারা এসে মেটাল দুর্বল রোটাচ-এর্গেনের উপর?

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন