জয়ে লিগ শেষ শিরোপা হারানো আবাহনীর
মৌসুম শুরু আর শেষের মধ্যে মিল নেই আবাহনীর। আকাশি-হলুদরা মৌসুম শুরু করেছিল ফেডারেশন কাপ জিতে, শেষ করলো প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়ে। মাঝে স্বাধীনতা কাপে রানার্সআপ তারা। তবে তাদের বড় স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে দ্বিতীয়বার হ্যাটট্রিক শিরোপা জয় করা। তাদের সে স্বপ্ন ভেঙ্গে দিয়েছে নবাগত বসুন্ধরা কিংস। তাইতো রানার্সআপ হয়েই লিগ শেষ করতে হচ্ছে আগে ৬ বার চ্যাম্পিয়ন হওয়া দলটিকে।
শিরোপা হারানোর বেদনা কমে না কিছুতেই। তারপরও তারা দারুণ এক জয় দিয়ে শেষ করলো একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে আবাহনী ৪-১ গোলে হারিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামালকে।
আবাহনীর গোল করেছেন মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, সানডে ও সোহেল রানা। শেখ জামালের পাশে গোল যোগ করেছেন আবাহনীর মামুন মিয়া। আত্মঘাতী গোল করেছেন দলের সাবেক এ অধিনায়ক।
২৪ ম্যাচের লিগ আবাহনী শেষ করলো ১৯ জয়, ১ ড্র এবং ৪ হারে। তাদের পয়েন্ট ৫৮। গোল করেছে ৬০ টি, খেয়েছে ২৮ টি। প্রফেশনাল লিগ প্রবর্তন হওয়ার পর ১১ টি আসরে ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশপাশি এ নিয়ে দ্বিতীয়বার রানার্সআপ হলো আকাশি হলুদরা।
আবাহনীর করা ৬০ গোলের মধ্যে সর্বাধিক ২০ টি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ গোল করেছেন নাবিব নেওয়াজ জীবন।
আরআই/এমএমআর/এমএস