নোফেলকে গুঁড়িয়ে তিনের লড়াইয়ে ফিরলো সাইফ
নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে তৃতীয় হওয়ার লড়াইয়ে ফিরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আজ (মঙ্গলবার) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের।
চতুর্থ মিনিটে কলম্বিয়ান ফুটবলার ড্যানিয়েল করডোবার গোলে এগিয়ে যায় সাইফ। এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জামাল ভুঁইয়ারা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে সাইফ। গোল করেন ফাহিম। ৭০ মিনিটে জকিরভের গোলে সাইফ মাঠ ছাড়ে ৩-০ ব্যবধানের জয় নিয়ে।
এ জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব লিগ টেবিলের চতুর্থ স্থানে। তিনে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ে তারা পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। আর ঘরের মাঠের এই হারে নোফেলের অবনমনের শঙ্কাও বাড়লো। ২২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ারের নবাগত দলটি আছে ১১ নম্বরে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন নাটকীয়ভাবে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। ইনজুরি সময়ের ৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল রহমতগঞ্জ। পরের মিনিটে পেনাল্টি পায় ব্রাদার্স। রাব্বীর গোলে মূল্যবান ১ পয়েন্ট পায় কমলা জার্সিধারীরা। ২২ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ২০, ব্রাদার্সের ১৮।
আরআই/আইএইচএস/জেআইএম