শেখ জামালকে হারিয়ে তিনে সাইফ স্পোর্টিং
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপার লড়াইয়ে নেই সাইফ স্পোর্টিং ক্লাব। এমনকি রানার্সআপ হওয়ার সম্ভাবনাও কম তাদের। ক্লাবটি এখন লড়াই করছে তিনে থেকে লিগটা শেষ করতে। সে লড়াইয়ে সোমবার মূল্যবান ৩ পয়েন্ট যোগ করেছে তারা। নিজ ভেন্যু ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ ৩-২ গোলে হারিয়েছে শেখ জামালকে।
শেখ জামাল দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে; কিন্তু সমতাটাও ধরে রাখতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। ৭৩ মিনিটে নাসির উদ্দিনের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
৩ মিনিটে রুশ ফরোয়ার্ড আলেজান্দ্রো সেলিন এবং ৩০ মিনিটে কলম্বিয়ান রাফায়েল করডোবার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সাইফ। ৫৬ ও ৫৮ মিনিটে সাখাওয়াত হোসেন রনির গোল ম্যাচে ফিরিয়েছিল শেখ জামালকে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।
এ জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আরআই/আইএইচএস/এমএস