ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কিশোরী ফুটবলের চূড়ান্ত পর্ব শুক্রবার থেকে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০৯ পিএম, ১১ জুলাই ২০১৯

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১৪ মেয়েদের যে জাতীয় চ্যাম্পিয়নশিপ চলছে তা এখন গড়িয়েছে শিরোপা নির্ধারণী বা চূড়ান্ত পর্বে। শুক্রবার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ পর্বে অংশ নিচ্ছে ৮ দল।

কিশোরী মেয়েদের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপের দলগুলো হচ্ছে- টাঙ্গাইল, রাজশাহী, মাগুরা, ঠাঁকুরগাঁও। ‘খ’ গ্রুপে আছে রাঙ্গামাটি, রংপুর, মানিকগঞ্জ, ময়নমসিংহ।

প্রতিদিন দুটি করে খেলা হবে। প্রথম ম্যাচ বেলা ২টায় দ্বিতীয়, ম্যাচ ৪টায়। দুটি সেমিফাইনাল ১৮ জুলাই। পরের দিন ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে কিশোরীদের এই জাতীয় চ্যাম্পিয়নশিপ।

চূড়ান্ত পর্ব উপলক্ষে বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও স্থানীয় পৃষ্ঠপোষক ওয়ালটনের অন্যতম পরিচালক ইকবাল বিন আনোয়ার।

আরআই/আইএইচএস/

আরও পড়ুন