ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাফুফেকে ক্লাব সমিতির আল্টিমেটাম

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৩৬ এএম, ০৯ জুলাই ২০১৯

ফুটবল মৌসুম এগিয়ে আনার প্রতিবাদে এবং বাফুফের বার্ষিক সাধারণ সভা ও আভ্যন্তরীণ অডিট বিষয়ে আবার সোচ্চার হয়েছে বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতি। গত মার্চে পুনর্গঠিত এই সংগঠনটি সোমবার রাজধানীর একটি হোটেলে সভা করে বাফুফেকে আগামী ১৫ দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণার দাবি জানিয়েছে।

বার্ষিক সাধারণ সভা করতে না পারলে ক্লাব সমিতি তলবি সভা ডেকে বিকল্প ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছে। পাশাপাশি বাফুফে ফুটবল মৌসুম এগিয়ে আনার যে ঘোষণা দিয়েছে তার বিরোধিতা করা হয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘ বলেই দিয়েছে বাফুফে ঘোষিত সময়ে তাদের পক্ষে দলবদলে অংশ নেয়া সম্ভব নয়।

সংগঠনটির সভাপতি তরফদার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। এ ছাড়া দেশের বেশিরভাগ ফুটবল ক্লাবের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন সভায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, সিনিয়র বিভাগ ফুটবল লিগের দলগুলোর অংশগ্রহণ মানি এবং ট্রান্সফার ফি অবিলম্বে ক্লাবগুলোকে প্রদান করা না হলে পরবর্তী দলবদল কার্যক্রমে ক্লাবগুলো অংশ নেবে না বলা হয়েছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘মৌসুম এগিয়ে আনার সিদ্ধান্ত ক্লাবগুলোর মতামত নিয়েই করা হয়েছে। আমরা চিঠি দিয়ে ক্লাবগুলোর কাছে মতামত চেয়েছিলাম। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাবসহ কয়েকটি দল চিঠির উত্তর দিয়েই তাদের মতামত জানিয়েছিল।

আর অডিট রিপোর্ট আমাদের প্রস্তুতই আছে। কারণ, বছরে দুইবার অডিট ফিফা ও এএফসিতে দিতে হয়। একবার ৩০ জুনের মধ্যে, আরেকবার ৩১ ডিসেম্বরের মধ্যে। আগামী সেপ্টেম্বরে এজিএম করার প্রস্তুতিও নিচ্ছি আমরা।’

এমআরএম

আরও পড়ুন