ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তবে কি মেসিই আর্জেন্টিনার বড় আপদ?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৩ জুন ২০১৯

টানা তিনটি বড় শিরোপার হাতছোঁয়া দূরুত্বে পৌঁছেও একটিও ছুঁয়ে দেখতে না পারার কষ্ট মেসির চেয়ে ভালো আর কে জানেন! সে দুঃখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিয়ে ফেলেছিলেন; কিন্তু আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক শিরোপা জিততে চান বলে আবার ফিরেও এসেছেন।

অথচ, শিরোপা জেতা তো দূরের থাক, দিন দিন আর্জেন্টিনার অবস্থা হচ্ছে আরো করুণ। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এবার ব্রাজিলে অনুষ্ঠিত কোপার আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে লা আলবিসেলেস্তেদের সামনে।

আজ রাতে কাতারের বিপক্ষে হারলেই কোপা থেকে বিদায় নিশ্চিত আর্জেন্টিনার। ড্র করলে পেরোতে হবে নানা সমীকরণের বাঁধা।

১৯৭৮ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মারি্ও কেম্পেস তো মনে করেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে কিছু সময়ের জন্য আবারো অবসর নেওয়া উচিত মেসির।’ কেম্পেস ছাড়া আরো অনেকেই মনে করছেন, আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় আপদ হচ্ছেন মেসিই।

তবে মেসির আর্জেন্টাইন সতীর্থ লো সেলসো এমনটা মনে করনে না। বরং মেসির সঙ্গে খেলতে পারা সুবিধার বলে মনে করেন তিনি। সেলসো বলেন, ‘আমার মনে হয় না, মেসি আর্জেন্টিনার জন্য আপদ। আমি বরং এর বিপরীত কিছু দেখি। মেসির সঙ্গে খেলতে পারা বরং সুবিধার। সে সবসময় সকল সমস্যার সমাধান করে দেয়।’

তিনি আরো বলেন, ‘সেদিক থেকে চিন্তা করলে আমরা সবসময়ই মেসির সঙ্গে খেলার সুবিধাটা নিতে চাই। তাকে ট্রেনিংয়ে পাওয়াটা আমাদের জন্য ম্যাচেও দারুণ কিছু সুবিধা দেয়। তার সঙ্গে খেলার সুযোগ কিংবা অনুশীলন করার সুযোগ প্রতিদিন আসবে না।’

ছোটবেলায় মেসিকে দেখে শিখতে চাইতেন বলেও জানিয়েছেন রিয়াল বেটিসের এই ফুটবলার। তিনি বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন আমি তাকে (মেসিকে) পর্যবেক্ষণের চেষ্টা করতাম। এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতে চাইতাম। তার সঙ্গে খেলাটা আমার জন্য সৌভাগ্যের। আমার পক্ষে যত বেশি সম্ভব আমি তার কাছ থেকে শিখতে চাই।’

এমএইচবি/আইএইচএস/এমএস

আরও পড়ুন