গোলবন্যার ম্যাচে মোহামেডানকে হারিয়েছে শেখ রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে ভালোই শুরু করেছিল মোহামেডান। প্রথম তিন ম্যাচের দুটিতে জয়, একটি ড্র। সাদাকালো সমর্থকরা ফিরতে শুরু করেছিল মাঠে।
কিন্তু চতুর্থ ম্যাচে এসেই আবার পরাজয় মোহামেডানের। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাদাকালোরা ৪-২ গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট চারেকের মধ্যে মোহামেডান স্কোর ২-২ করলেও পরে আরো দুটি হজম করে। রাসেলের রাফায়েল করেছেন জোড়া গোল। অন্য দুটি আলিসর ও বিপলুর। মোহামেডানের দুটি গোলই করেছেন তকলিস আহমেদ।
১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট শেখ রাসেল ক্রীড়া চক্রের। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ব্লুজরা। অন্য দিকে ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৩। টেবিলে সাদাকালোদের অবস্থান দশম স্থানে।
রাতের ম্যাচে নাইজেরিয়ান চিনেদু ম্যাথুর গোলে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচের একমাত্র গোলটি করেছে ৬৩ মিনিটে।
এটি আরামবাগ ক্রীড়া সংঘের ১৬ ম্যাচে সপ্তম জয়। আগের চার ম্যাচে ১১ পয়েন্ট নষ্ট করে আরামবাগ শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেছে আগেই। জয়ে ফেরায় তারা পয়েন্ট টেবিলে নিজেদের তুলতে পেরেছে পঞ্চম স্থানে।
অন্য দিকে চট্টগ্রাম আবাহনীর ১৬ ম্যাচে এটি ষষ্ঠ হার। ১৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের জায়ান্টরা আছে টেবিলের সপ্তম স্থানে।
আরআই/এসএএস